রাজধানীতে কঠোর অবস্থানে সেনাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
- আপডেট সময় : ০৭:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায়, রাজধানীতে কঠোর অবস্থানে সেনাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও অনেকেই ঘর থেকে বেরুচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাচল করছেন। ঠুনকো কারণে ঘর থেকে যারা বেরিয়েছে, তাদের মামলাসহ জরিমানা করা হচ্ছে।
দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই মহামারি ঠেকাতে সাধারণ ছুটি চললেও, ঘরে রাখা যাচ্ছে না রাজধানীবাসীকে। তবে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় বড় রাস্তায় যানবাহন কিছুটা কমলেও, পাড়া মহল্লায় মানুষের চলাচল থামেনি। সামান্য কারনেও অনেকে ঘর থেকে বেড়িয়ে আড্ডা দিচ্ছেন।
করোনা সংক্রমন ঠেকাতে ঘরে থাকা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় আরো কঠোর তৎপরতা চালাচ্ছে সেনা সদস্যরা। বড় রাস্তা এবং পাড়া মহল্লায় জনগণের সচেতনতা বাড়াতে কাজ করছে তারা।
করোনা মহামারী ঠেকাতে আরও কিছুদিন খুব সতর্ক থাকতে জনগণের প্রতি আহবান জানান সেনা কর্মকর্তারা।
রাজধানীর চেকপোষ্টগুলোতে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। যানবাহনকে তল্লাসীর পাশাপাশি অকারনে বের হওয়াদের পূনরায় ঘরে ফেরাচ্ছেন তারা।
ঠুনকো কারণে যারা বের হয়েছেন, তাদের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা; আদায় করা হচ্ছে জরিমানা।
সরকারি নির্দেশ অমান্যকারীদের আইনের আওতার আনার পাশাপাশি আরো কিছুদিন ঘরে থাকার আহবান জানান আইন-শৃঙ্খলাবাহিনী।