রাজধানীতে কোরবানির হাটে জমলেও জমেনি বেচাকেনা
- আপডেট সময় : ০৮:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
রাজধানীতে কুরবানীর হাটে জমলেও জমেনি বেচাকেনা। হাটে ক্রেতা দর্শনার্থীর বাড়লেও দাম না কমায় বিক্রি হচ্ছে না পশু। এতে অনেকটাই হতাশও বিক্রেতারা। খামারীরা পশুর দাম ছাড়ছেন না, সময় থাকায় বিক্রেতারাও কিনছেন না। কিছু হাটের পশু বাজার ছড়িয়ে পড়েছে সড়ক ও ফুটপাতে। এনিয়ে কোনো পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন। তবে, ইজারাদাররা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান উত্তর সিটির ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আর পুলিশ বলছে বিষয়গুলো আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে।
রাজধানীর পশু বাজারগুলো জমতে শুরু করেছে। তবে, পশুর দাম আকাশচুম্বী।
কুষ্টিয়া থেকে এক খামারী একটি খাসি এনে সাইদনগর হাটে দাম হাঁকালেন ১ লাখ ৪০ হাজার টাকা। এতে প্রতিক্রিয়া জানালেন ক্রেতারাও।
হাটে অসংখ্য পশু সরবরাহ থাকলেও দামের কোনো কমতি নেই বলে জানান ক্রেতারা। আর খামারীরা বলছেন, ক্রেতা থাকলেও বিক্রি নেই।
হাটে পশুর প্রাথমিক চিকিৎসায় ভেটেনারী মেডিকেল টিমের উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর।
আপস….
এদিকে, বারিধারা সাঈদনগর বালুর মাঠ হাটে সিটি করপোরেশন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুলিশ কন্ট্রোল রুমের সামনের সড়ক আর ফুটপাতে বসেছে পশুর হাট।
এদিকে, তেঁজগাও পলিটেকনিক ইনন্সটিটিউট খেলার মাঠ হাট জমে উঠেছে। হাটের বাইরেও পশু বাজার ছড়িয়ে পড়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েন উত্তর সিটির ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
সট: আলহাজ্ব সফিউল্লাহ সফি, কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ২৪ নম্বর ওয়ার্ড
হাট ব্যবস্থাপনায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোবাইল কোর্ট ও পরিচালনার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশন।