রাজধানীতে কোন পাইকারি কাঁচাবাজার থাকবে না : মেয়র আতিকুল ইসলাম
- আপডেট সময় : ১০:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
রাজধানীতে কোন পাইকারি কাঁচাবাজার থাকবে না বলে আবারো হুঁশিয়ারী দিয়েছেন সিটি মেয়র আতিকুল ইসলাম। দুপুরে কাওরানবাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারী দেন তিনি। তবে যে কোন মূল্যে কাওরানবাজার না ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। প্রয়োজনে আত্মহুতি দেয়ারও হুমকি দেন তারা। সভায় ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর কাওরান বাজার থেকে ব্যাবসায়ীদের সরিয়ে নেয়ার লক্ষে কাওরানবাজার টিসিবি ভবন মিলনায়তনে ব্যাবসায়ী দোকান মালিক সমিতির নেতাদের সাথে মতবিনিময়ের করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
এতে অংশ নিয়ে ব্যাবসায়ী নেতারা বলেন,কিছুতেই কাওরান বাজার ছাড়বেন না তারা। অপরদিকে মেয়র বলছেন কোনভাবেই রাজধানীর বুকে পাইকারি কাঁচা বাজার রাখবে না ডিএনসিসি। ঢাকার সৌন্দার্য বরধনে সবার সহয়তা চান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ব্যবসায়ীদের কথা বিবেচনা করে শান্তিপূর্ণ সমাধান চান স্বরাষ্ট্রমন্ত্রী । ব্যবসায়ীদের পুর্নবাসনে ঢাকার আমিনবাজার ও যাত্রাবাড়ীতে দুটি বিলাসবহুল মার্কেট প্রস্তুত করেছে সরকার।