রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি
- আপডেট সময় : ০৯:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ঢাকার পাশাপাশি বাইরেও বাড়ছে রোগীর সংখ্যা। ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে মারা গেছেন পাঁচ জন। আর আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে নয়’শ তিন জন। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ রোগীর প্লাটিলেট কমে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। আর রোগীর চাপ সামাল দিতে মহাখালীর ডিএনসিসি করোনা ডেডিকেটেট হাসপাতালে দেয়া হচ্ছে ডেঙ্গুর চিকিৎসা।
দিন-দিন নতুন রেকর্ড হচ্ছে ডেঙ্গু আক্রান্তে । রাজধানীর ৫৩ টি সরকারী ও সবসরকারী হাসপাতারে দেয়া হচ্ছে ডেঙ্গুর চিকিৎসা।
এখন প্রতিটি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভিড় । আক্রান্ত ও মৃত্যু দুই সূচকেই বাড়ছে প্রতিনিয়ত।
চাপ সামাল দিতে ডিএনসিসি মহাখালীর করোনা ডেডিকেটেট হাসপাতালটিতে ভর্তি করা হচ্ছে ডেঙ্গু রোগী।
এরই মধ্যে হাসপাতালটিতে ভর্তি হয়েছে বেশ কয়েকজন রোগী। তাদের বেশিরভাগ অন্য হাসপাতাল থেকে পাঠানে হয়েছে।
হাসপাতালের পরিচালক বলেছেন, করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসা দেয়ার প্রস্তুতি আছে তাদের।
জ্বর হলেই ডেঙ্গু টেস্ট সহ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরে দেশে ডেঙ্গু রোগী ছাড়িয়েছে ৩০ হাজার।