রাজধানীতে পেঁয়াজের দাম প্রতি কেজি ২৪০-২৮০ টাকা পর্যন্ত
- আপডেট সময় : ০৮:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার। স্থানভেদে রাজধানীতে পেঁয়াজের দাম প্রতি কেজি ২৪০-২৮০ টাকা পর্যন্ত। যেখানে গতকালও এই নিত্য প্রয়োজনীয় পণ্যটির কেজি প্রতি মূল্য ছিল ২০০ টাকা। লাফিয়ে লাফিয়ে দাম বাড়া পেঁয়াজের পাইকারি বাজার রাজধানীর শ্যামবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয়ের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রিসহ কয়েকটি অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও দুই জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
সেপ্টেম্বরের শেষ থেকে অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার। ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত। ফলে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম । খুচরা বাজারে প্রতি কেজি ২৪০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।
দাম বাড়ার পেছনে পাইকারদের হাত নেই জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, সংকটের জন্য স্থানীয় কৃষকরাই দাম বাড়িয়ে দিচ্ছে।
এদিকে পেঁয়াজের লাগাম টানতে পাইকারি বিক্রয় কেন্দ্র শ্যামবাজারে শনিবার দুপুরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। গত ১২ নভেম্বর ১৩৭ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে গুদামজাত করেন এক ব্যবসায়ী । সুযোগ পেয়ে এখন তা ২৩৫ টাকা কেজিতে বিক্রি করছেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়েই নানা টালবাহানা শুরু করেন তিনি। পরে তাকে গুনতে হয় জরিমানা।
এর আগে আরো কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অর্থদণ্ড এবং দুই জনকে আটক করে ভ্রাম্যমান আদালত।