রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৮:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রাজধানীর কুড়িল বিশ্বরোড ও মিরপুর ১৩ নাম্বারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। বিভিন্ন দাবির কথা জানিয়ে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নেয়। আন্দোলনের কারণে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থবির হয়ে যায় কুড়িল থেকে বাড্ডা অভিমুখী রাস্তা।
সকাল ৮টা থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একসঙ্গে জড়ো হতে থাকেন মিরপুর-১৩ নম্বর এলাকায়। সকাল ১০টার দিকে তাঁরা পুরো সড়ক বন্ধ করে দেন। পুলিশ ও আন্দোলনকারীরা জানিয়েছে, কয়েকদিন ধরে এসব এলাকার শ্রমিকরা হাজিরা ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করে আসছে। কিছু দাবি মেনে নেওয়া হলেও, মঙ্গলবার বিক্ষোভের সময় স্থানীয় ব্যবসায়ীরা দুই পোশাক শ্রমিককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই মারধরের প্রতিবাদে তারা সকাল থেকে আবারও রাস্তায় নামে। এ সময় বেতন-ভাতাসহ নানা দাবির কথাও জানায় শ্রমিকরা।