রাজধানীতে বর্ষবরণের উৎসব ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়
- আপডেট সময় : ০২:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উৎসবকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় খুশি দর্শনার্থীরা। আর পুলিশ বলছে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত তারা।
পহেলা বৈশাখ……. বাঙালির প্রাণের উৎসব। করোনার দু’বছর বন্ধ থাকার পর এবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বর্ষবরণের অনুষ্ঠানামালা।
উৎসবকে ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলো কড়া নিরাপত্তা বেষ্টনী। রেব পুলিশের পাশাপাশি সোয়াত, ডিবি ও সিটিটিসির সদস্য নিরাপত্তা নিশ্চিত করে।
মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলে যানবাহনে তল্লাশি। বেশ কিছু এলাকায় রাস্তায় বেরিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ডিএমপি।
দর্শনার্থীদের তল্লাশি শেষে প্রবেশ করতে দেয়া হয় রমনা পার্কে । আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় সন্তুষ্ট তারা।
পুলিশ বলছে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত তারা।