রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব
- আপডেট সময় : ০৩:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ডেঙ্গুর বাহক এডিস মশার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব। শুকনো মৌসুমে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকার বাসিন্দারা। ডেঙ্গুর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মশার উপদ্রব প্রতিহত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
মশার আবাস বা প্রজনন ক্ষেত্রে এভাবেই নিয়মিত ব্যবহার ফগার মেশিনের। গুলশান-বনানী-বারিধারার মত রাজধানীর অভিজাত এলাকায় বিকেল বা সন্ধ্যায় এমন দৃশ্য চোখে পড়ে সচারচর। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে বেশ খানিক ইতিবাচক এখানকার বাসিন্দারাও।
তবে ভিন্ন চিত্র রাজধানীর অভিজাত এলাকার বাইরে। এখানে নিয়মিত দেখা নেই ফগার মেশিন বা মশার স্প্রে ব্যবহারের। তাই মশার উপদ্রবে অতিষ্ঠ শহরের ঘিঞ্জি এলাকার বাসিন্দারা। অভিজাত এলাকার বাইরে মশক নিধন কার্যক্রম তুলনামূলক কম জানিয়ে, তা বাড়ানোর কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মকর্তা।অভিযানের পাশাপাশি মশার আবাসস্থল ও প্রজনন কেন্দ্র ধ্বংসে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর পরামর্শও দেন তিনি।