রাজধানীতে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজধানীতে দিন দিন ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই রোগী ভর্তির রেকর্ড তৈরী হচ্ছে আইসিডিডিআরবি হাসপাতালে। চাপ বেড়েছে শিশু হাসপাতালেও মহাখালীর আন্তর্জাতিক উদারাময় গবেশনা কেন্দ্র আইসিডিডিআরবি হাসপাতালে
প্রতি ঘন্টায় ৫০ থেকে ৫৫ জন করে ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত রোগী আসছে। যাদের অধিকাংশই ভর্তি করতে হচ্ছে। তবে কাউকে কাউকে প্রাথমিক চিকিৎসা দিয়েও পাঠিয়ে দেয়া হচ্ছে। চিকিৎসকরা জানান, বর্ষার আগে প্রতিবছর ডাইরিয়ার প্রকোপ বাড়লেও এবারের মাত্রাটা অনেক বেশি। অন্যান্য বছর শিশু আর বয়স্করা বেশি আক্রান্ত হলেও এবার তরুণরাই বেশি। যাদের অধিকাংশই তিব্র পানি শুন্যতায় ভুগছেন। তাই আক্রান্ত হলেই নিয়ম মেনে খাবার স্যালাইন খাওয়ার পাশাপাশি সুস্থদেরও বেশি করে পানি পান করা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।