রাজধানীর করিম চেম্বারে ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রাজধানীর করিম চেম্বারে ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি জানান, ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে জড়িতদের উৎপাদিত পাটপণ্য মেলার মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে হবে। এছাড়া, বিজেএমসিকে প্রতিটি জেলায় মেলা আয়োজন করতে নির্দেশ দেন মন্ত্রী। এবারের পাট মেলায় ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত।
সোনার বাংলা সোনার দেশ পাট পন্যেই নতুন দেশ এই প্রতিপাদ্যে শুরু হয়েছে দেশীয় পাট মেলা।
পরিবেশবান্ধব ও আকর্ষনীয় ডিজাইনের মেলায় পসরা সাজানো হয়েছে পাটপণ্যের। উদ্যোক্তারা জানান, পাটের ঐতিহ্য টিকিয়ে রাখার উদ্দেশ্যেই এই আয়োজন।
করোনায় ২ বছর পাট উৎসব বন্ধ থাকায় রাজধানীর করীম চেম্বারে এবার ৫ দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। নানা ডিজাইনের পাটের তৈরি পণ্যের সমাহার রয়েছে মেলায়।
মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। দেশীয় পণ্যের চাহিদা মাথায় রেখে বেসরকারীখাতকে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
পাটের তৈরি ফ্রক, গয়নার বাক্স, টেবিল ম্যাট, পার্স, বিভিন্ন নকশার ওয়াল হ্যাঙ্গার ইত্যাদি। ফ্যাশন বুটিকের পণ্য কেনা যাবে ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে।
মেলা চলবে আগামী ৮ই সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।