রাজধানীর খিলগাঁওয়ে চিরনিদ্রায় শায়িত হলেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর

- আপডেট সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন কিংবদন্তি গণসংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। জোহর নামাজের পর খিলগাঁও মাটির মসজিদে ফকির আলমগীরের দ্বিতীয় জানাজা শেষে তালতলা কবরস্থানে দাফন করা হয় এই গুনী শিল্পীকে। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য এই শিল্পির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। মৃত্যু পরবতী এই শিল্পীকে স্বাধীনতা পুরষ্কারে ভুষিত করতে সরকারের কাছে দাবি জানান, পরিবার এবং শিল্পী সমাজ।
সকাল ১১টায় রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ মাঠে কিংবদন্তি গণসংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীরকে গার্ড অব অনার দেয়া হয়।
সেখানেই তার প্রথম জানাজায় অংশনেন সর্বস্তরের মানুষ।
পরে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য এই শিল্পীর মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
এসময় শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করে রাজনীতিবিদ ও তার সহকর্মীরা।
মৃত্যু পরবতী এই শিল্পীকে স্বাধীনতা পুরষ্কারে ভুষিত করতে সরকারের কাছে দাবি জানান, পরিবার এবং শিল্পি সমাজ। বলেন, ফকির আলমগীরের মৃত্যুতে সংগীতাঙ্গনের অপুরনীয় ক্ষতি হয়েছে। দেশ হারিয়েছে একজন গুনী সংগঠক।
জোহরের পর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজার পর ফকির আলমগীরকে তালতলা পরিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গত শুক্রাবর রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি গণসংগীতশিল্পী।