রাজধানীর নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০১:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
নিউ সুপার মার্কেটের আগুন নাশকতা কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন। আগুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শনিবার ভোরের এ আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি। তবে, আগুন এখনো পুরোপুরি নিভে যায় নি বলেও জানায় দমকল বাহিনী। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিজি। কাজ করতে গিয়ে আহত ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ ২০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৩০টি ইউনিট। সঙ্গে যোগ দেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে রেব, পুলিশ, বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নেভাতে প্রস্তুত রাখা হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার। ঘটনাস্থলের মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে ১৫০ দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।