রাজধানীর পশুর হাটগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের উপস্থিতি
- আপডেট সময় : ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাজধানীর কোরবানীর পশুর হাটগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের উপস্থিতি।তবে বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। তাই হতাশ খামারী ও ব্যবসায়ীরা। অবশ্য এখনো আশা ছাড়ছেন না বিক্রেতারা।
প্রতি বছর আফতাফনগর হাটে আশপাশের ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ে পশুর হাট। কিন্তু এ বছরের চিত্র একটু ভিন্ন। করোনার পরিস্থিতিতে হাটে কোরবানীর পশু সরবরহ কিছুটা কম।
ঈদের আর মাত্র দুদিন বাকি, তাই হাটগুলোতে কিছুটা বাড়েছে ক্রেতা উপস্থিতি। তবে অনেকেই মানছেন না স্বাস্থ্য বিধি ।
হাটে যারা আসছেন, তারা কেউ যাচাই বাছাই করেই কিনছেন গরু। আবার দাম কমবে এমন আশায় ফিরেও যাচ্ছেন অনেকে ।
তবে বেচাকেনা এখনো সেভাবে জমে না ওঠায় হতাশ খামারী ও ব্যবসায়ীরা।
দামের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের।পছন্দের পশু কিনতে খুশির কথা জানান কেউ কেউ।
করোনার কারনে এ বছর রাজধানীতে দুই সিটি করপোরেশন কোরবানীর হাট বসেছে ১৭টি স্থানে।