রাজধানীর বাংলা একাডেমীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঢাকা বিভাগীয় বইমেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
রাজধানীর বাংলা একাডেমীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঢাকা বিভাগীয় বইমেলা। উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান অতিথির বক্তব্য তিনি সবাইকে বেশি বেশি বই পড়তে ও সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
ঢাকা বিভাগীয় বইমেলাকে কেন্দ্র করে পাঠক, লেখক-কবি, দর্শনার্থী আর বইপ্রেমীদের পদচারণায় মুখর বাংলা একাডেমী প্রাঙ্গণ। মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে বই কেনা ও পড়ার আগ্রহ কমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমিয়ে সবার মধ্যে বই পড়া ও জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
বৈরী আবহাওয়ার মধ্যেও মেলার প্রথম দিনে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
১৪ অক্টোবর পর্যন্ত এই বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।