রাজধানীর বাজারে উঠেছে মৌসুমী ফল
- আপডেট সময় : ০৭:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে উঠেছে মৌসুমী ফল- আম, লিচু ও আনারস।সীমিত আকারে জামেরও দেখা মিলেছে। তবে এখনো জমে ওঠেনি বেচাকেনা। দোকানে ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। বিক্রেতারা জানান, করোনা পরিস্থিতির কারণেই, ক্রেতারা কম। পরিস্থিতির উন্নতি না হলে লোকসান গুণতে হবে।
করোনার কারণে সাধারণ ছুটি থাকায়, রাজধানীর স্বাভাবিক জনজীবন বন্ধ ছিল দুই মাসের বেশি। এসময়ে বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট।
রোববার থেকে বিধিনিষেধ তুলে ও অফিসসহ সবকিছু খুলে দিলে ক্রমেই স্বাভাবিক হেতে শুরু করেছে নগরীর জনজীবন। এরই মধ্যে মধুমাস জ্যেষ্ঠ’র বেশিরভাগ কেটে গেছে। ফলে মৌসুমী ফলও শোভা পাচ্ছে ফলের দোকানে।
আম, লিচু ও আনারসসহ মৌসুমী ফলের সরবরাহ বাড়লেও এখনো জমে উঠেনি বেচাকেনা। দোকানে ক্রেতাদের তেমন উপস্থিতি না থাকায় হতাশ বিক্রেতারা।
স্বল্প দিনের মৌসুমী ফল লিচুর ব্যাপক আমদানি। প্রতি েএকশ লিচু বিক্রি হচ্ছে আড়াইশ থেকে সাড়ে ৩’শ টাকায়। ক্রেতারা জানান, দাম নাগালের মধ্যে রয়েছে। আর বিক্রিতে কিছুটা খুশি বিক্রেতারাও।
করোনা পরিস্থিতির কারণেই মৌসুমী ফলের বাজার মন্দা জানিয়ে বিক্রেতারা বলেন, এমন অবস্থা চলতে থাকলে তাদের লোকসান গুণতে হবে।
খুব দ্রুত নগর পরিস্থিতি স্বাভাবিক হবে এবং মৌসুমী ফলের বেচাকেনা জমে উঠবে-এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতারা।