রাজধানীর বাজারে নতুন পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহে নিয়ন্ত্রণে আসছে দাম
- আপডেট সময় : ০৩:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে নতুন পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহে নিয়ন্ত্রণে আসছে দাম। পাইকারি বাজারে দেশি নতুন পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৈরি আবহাওয়ায় বেড়েছে মাছের দাম। আর নানা অজুহাতে খাসির মাংস কেজিতে ১ শ থেকে দেড়শ’ টাকা বেশিতে বিক্রি হচ্ছে । ঘন কুয়াশায় সবজি পঁচে যাওয়া কিছুটা বেড়েছে দাম ।
নতুন পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহে দাম কমে আসছে। গত দু’সপ্তাহের পেঁয়াজের দাম কমে অর্ধেকে নেমেছে। পাইকারি বাজারে নতুন পেঁয়াজের কেজি ৯০ টাকা আর চায়না ৪০ আর পাকিস্তানি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে । এতে ব্যবসায়ীরা খুশী না হলেও সন্তষ প্রকাশ করলেন ক্রেতারা।
এ দিক বৈরি আবহাওয়ায় কিছুটা বেড়েছে কাচা সবজির দাম। একই সাথে মাছের দাম বেড়েছে কেজিতে ৮০ থেকে ১ শ। গরুর মাংস সরকার বেঁধে দেয়া দামে বিক্রি হলেও নানা অজুহাতে খাসির মাংস কেজিতে ১শ থেকে দেড়শ টাকা বেশীতে বিক্রি করছে ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগী ১৩০ টাকা কেজি, লাল কক ১৮০ টাকা আর দেশী মুরগীর কেজি ৪৫০ টাকা। এ দিকে গত সপ্তার মতই আছে সব ধরণের চালেন দাম ।