রাজধানীর বাজারে বেড়েই চলেছে চালের দাম
- আপডেট সময় : ০২:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে বেড়েই চলেছে চালের দাম। এ সপ্তায় বস্তা প্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। আর কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে সব ধরণের চালের দাম। তবে পোলাওয়ের চাল কেজিতে বেড়েছে ২০ টাকা। বরাবরের মতোই ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের। এদিকে, কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
ফের অস্থির হয়ে উঠছে চালের বাজার। এ সপ্তায় বস্তা প্রতি ৫০ থেকে ১০০ টাকা, আর কেজিতে বেড়েছে ২ টাকা পর্যন্ত। মিল মালিকদের সঙ্গে দফায়-দফায় বৈঠকের পরও দাম নিয়ন্ত্রণে না আসায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
এদিকে, কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দেশী পেঁয়াজ পাইকারি বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে- ৬০, চায়না ৫০ এবং পাকিস্তানি ৫৫ টাকা। শীতের শেষ তাই, বেশিরভাগ সবজির দাম চড়া।
বাজারে ইলিশের সরবরাহ বেশি। আকার ভেদে ৬০০ থেকে ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে পছন্দের ইলিশ। অন্য মাছের দাম কিছুটা কমেছে।
মাংসের বাজারে গরু ও খাসি মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি।
শিউলী আখতার, এসএটিভি ঢাকা ।