রাজধানীর বাস টার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০১:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহায় ঘরমুখো মানুষের যাত্রায় তিনগুণ বেশী চ্যালেঞ্জ থাকলেও একদিন ছুটি বাড়ায় পরিস্থিতি এবার স্বাভাবিক বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে একথা জানিয়ে তিনি বলেন, ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এদিকে শেষ মুহুর্তে, রাজধানীর বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বস্তিদায়ক ট্রেনকেই বেছে নিয়েছেন অনেকে। তবে এদিন কয়েকটি ট্রেন ১ থেকে ২ ঘন্টা বিলম্বে ছেড়ে যায়।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা। ঈদের আগেই দু’দিনের ছুটি থাকায় রাজধানীর বাস টার্মিনাগুলোতে ঘরমুখো মানুষের এমন ভিড়।
প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন গন্তব্যে যাত্রা কর্মজীবী নগরবাসীর।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় শৃঙ্খলা পরিদর্শনে সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যান ডিএমপি কমিশনার। এসময় যাত্রীদের খোঁজখবর নিয়ে টার্মিনাল কর্তৃপক্ষকে ভাড়া বেশি না নেয়া এবং যাত্রী হয়রানি না করারও নির্দেশনা দেন তিনি।
ফাঁকা ঢাকায় গাড়ি ও মটরসাইকেল রেস থেকে বিরত থাকতে কিশোরদের প্রতি আহবান জানান ডিএমপি কমিশনার। বলেন, দুর্ঘটনা জিরোতে নিয়ে আসার কাজ করছে পুলিশ।
এদিকে ছুটি শুরু হওয়ায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
রেলে ঈদযাত্রার চতুর্থ দিনে কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ায় স্টেশনে অপেক্ষার প্রহর গোনেন হাজারো যাত্রী। রেল বিভাগ সঠিক সময়ে ট্রেন ছাড়ার প্রক্রিয়া ধরে রাখতে না পারলেও নিরাপদ ভ্রমনে ট্রেনকেই বেছে নেন বেশিরভাগ যাত্রী।
সীট উপচে’ ট্রেনের কামরায় দাঁড়ানো যাত্রীতে ঠাসাঠাসি অবস্থা। তারপরও বাড়ি যাবার সুযোগ পেয়ে খুশি তারা।
রেল কর্মকর্তারা জানান, এবার কোন ধরনের সিডিউল বিপর্যয় হবে না।
ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ৫৩ জোড়া ট্রেনে যাওয়া-আসা করতে পারছেন প্রায় এক লাখ যাত্রী।