রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ হাইকোর্টের
- আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
রাজধানীর বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সব পক্ষগুলোকে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশও দেয় উচ্চ আদালত। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষ জানায় দূষণের অভিযোগে ৫৯টি ইটভাটা বন্ধের পাশাপাশি জড়িত পক্ষগুলোর কাছে থেকে ১ কোটি ৭৮ লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে। যেখানে দায়ের করা মামলার সংখ্যা ১শ ৮৯টি।
ক্রমশই দূষণের নগরী হিসেবে বাস অযোগ্য হচ্ছে রাজধানী ঢাকা। সেই ধারাবাহিকতায় বায়ু দূষণে বিশ্বের মধ্যে আবারও এক নম্বরে উঠে এসেছে পৃথিবীর ৬ষ্ঠ জনবহুল এই শহর। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচক অনুযায়ী গেল ডিসেম্বরে বায়ু দূষণের মাত্রা ছিল ২৬৩।এমন বাস্তবতায় এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন আদালতের নজরে হিউম্যান রাইটস এণ্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন। শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি ৯ দফা নির্দেশনা দেয় হাইকোর্ট।
বৃহস্পতিবার সেই রুলে শুনানিতে দূষণ নিয়ে আবারো গভীর উদ্বেগ জানায় উচ্চ আদালত।রাষ্ট্রপক্ষ জানায়, এ পর্যন্ত দূষণকারি প্রতিষ্ঠান থেকে জরিমান আদায় হয়েছে, ১ কোটি ৭৮ লাখ টাকা। মামলা হয়েছে ১শ ৮৯টি আর বন্ধ করা হয়েছে ৫৯টি ইট ভাটা। এসময় দূষণ রোধে ফায়ার সার্ভিস ও ওয়াসাকে পক্ষভূক্ত করে আদেশও দেয় আদালত।
জনস্বার্থে দায়ের করা এই মামলা আগামী একমাস পর আবারো শুনানিতে আসবে বলেও জানান আইনজীবীরা।