রাজধানীর বিভিন্ন স্থানে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি পালন

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৮৮৮ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। বিক্ষোভ কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চের নেতারা, সরকারকে আগুন নিয়ে খেলা বন্ধের আহ্বান জানান।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে “সরকার পতনের এক দফা দাবিতে” রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ করেছে ৬ দলীয় গণতন্ত্র মঞ্চ।
অংশ নিয়ে দলের নেতারা, ঢাকার প্রবেশমুখে বিএনপি ও সমমনা দলের অবস্থান কর্মসূচিতে সরকারী দল ও পুলিশি বাধার সমালোচনা করেন। প্রতিক্রিয়া জানান বাসে আগুনের বিষয়েও।
ভক্সপপ:
পুরানা পল্টনে বিক্ষোভ সমাবেশের পর মিছিল বের করে ন্যাশনাল পিপলস পার্টি। এসময়ে সরকারে পদত্যাগ দাবি করেন পার্টির চেয়ারম্যান।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন লেবার পার্টি। এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের সংগঠন তাদের কর্মসূচিতে বাধা দেয়।