রাজধানীর মালিবাগ থেকে ৫৮টি স্বর্ণের বার জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজধানীর মালিবাগ থেকে ৫৮টি স্বর্ণের বার জব্দ এবং চালকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
তবে, সংশ্লিষ্ট ঘটনায় তদন্তের কাজ সংস্থাটির নয় বলে দাবি করেছেন মহাপরিচালক ড. আব্দুর রউফ। সকালে রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। মঙ্গলবার রাতে মালিবাগ থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহণের একটি বাস থেকে প্রায় সাত কেজি স্বর্ন উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলায় চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাসচালকের সিটের নিচ থেকে ৫৮টি স্বর্নের বার উদ্ধার করা হয় বলে জানান মহাপরিচালক।