রাজধানীর মোহাম্মদপুরের মোশারফ বাহিনীর মূলহোতাসহ ৬ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭২৮ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুরের মোশারফ বাহিনীর মূলহোতা মোশারফ হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে রেব। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে এক ডজনের বেশি মামলা রয়েছে।
সকালে মিডিয়া সেন্টারে বিফ্রিংয়ে রেব জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করা হয়েছে। মোশাররফ এলাকায় লম্বু মোশারফ, গলাকাটা মোশারফ ও গাংচিল মোশারফ নামেও পরিচিত। রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া জমি দখলসহ নৌপথ ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চুরির সঙ্গেও এই বাহিনী জড়িত বলে জানানো হয় ব্রিফিংয়ে।