রাজধানীর যানজট কমাতে নতুন ৪টি আন্তজেলা টার্মিনাল করা হবে
- আপডেট সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫১৪ বার পড়া হয়েছে
রাজধানীর সড়কে যানজট কমিয়ে জনস্বস্তি ফেরাতে নতুন ৪টি আন্তজেলা টার্মিনাল করা হবে, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস। এজন্য বাস ও ট্রাকের জন্য টার্মিনাল নির্মাণে সাভারের বিরুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ, ও কাঁচপুর এলাকায় জমি চূড়ান্ত করা হয়েছে।
আগামী বছরই এ কাজের মূল পরিকল্পনায় হাত দেয়া হবে বলে জানান মেয়র। দুপুরে সাভারের বিরুলিয়া ও ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় প্রস্তাবিত এ আন্তজেলা বাস ট্রাক টার্মিনালের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপে তিনি একথা বলেন। মেয়র তাপস এসময় আরও বলেন, সড়কে ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং জন দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার। তিনি জানান, ঢাকার মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে লোকাল বাসগুলো থাকার নির্দেশনা দেয়া হবে। দূরপাল্লার বাস ঐ দুই টার্মিনালে দাঁড়াতে পারবে না।