রাজধানীর সড়কে দিনের আলোয় চলছে চাঁদাবাজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৯৫৪ বার পড়া হয়েছে
রাজধানীর সড়কে দিনের আলোয় চলছে চাঁদাবাজি। বাস টার্মিনালের সামনে বেপরোয়াভাবে যানবাহন থেকে আদায় করা হচ্ছে টাকা। এ কাজে সক্রিয় রয়েছে বিশেষ চক্র। ইজারাদাররা বলছেন, টার্মিনালের সামনের সড়ক ইজারা এলাকার মাধ্যেই পড়ে। একারণে সেখানে কেউ থামলেই টাকা দিতে হবে।
দুপর একটা, মহাখালী বাস টার্মিনাল। সড়কের মাঝখানে বাইক থামিয়ে টাকা আদায়ের অভিযোগ এক মটর সাইকেল চালকের।
বাস শ্রমিকদের দাবি, চাঁদা আদায়কারীদের তারা কেউ চিনেন না।
চাঁদা আদায়কারীর দাবি সিটি কর্পোরেশন কতৃক টার্মিনালের লিজ গ্রহীতার পক্ষে তারা টাকা আদায় করছেন। এব্যাপারে সিটি কর্পোরেশনের অনুমতি আছে।
টার্মিনালের বাইরের সড়কও লিজের আওতাভুক্ত বলে দাবি করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার।
টার্মিনালের লিজ গ্রহীতার সামনের সড়কে অর্থ আদায় অবৈধ দাবি করে তা দ্রুত বন্ধের আহ্বান জানান সাধারণ মানুষ।