রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান জানান, গত কয়েক মাসের তুলনায় এ মাসে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে। তিনি জানান, রোগীদের অনেকের অবস্থাই জটিল। স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু কন্ট্রোল রুমের হিসেবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন।
ডেঙ্গু রোগের চিকিৎসায় ডেডিকেটেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ভর্তি হয়েছে ৩১ জন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করতে আসেন শতাধিক রোগী।
ডেঙ্গু রোগীদের মশারি মধ্যে রেখে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।
হাসপাতালটির পরিচালক বলছেন, উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করছেন তারা। তবে এবারে রোগীদের অধিকাংশের অবস্থা জটিল।
সামনের দিকে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়তে পারে, তাই অতিরিক্ত জ্বর, শরীর ব্যথা,বমি হলে শুরুতেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য অধিদফতরের হিসেবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার চারশত ৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪১ জন। আর মৃতু হয়ছে ৪৫ জনের।