রাজধানীর ২৭টি পয়েন্টে পরিবেশকদের টিসিবির পণ্য বিক্রি শুরু
- আপডেট সময় : ০১:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর ২৭টি পয়েন্টে আজ থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। এখন ট্রাকে বিক্রি বাদ দিয়ে সারাদেশে পরিবেশকরা পণ্য বিক্রি করবেন। ১ কোটি কার্ডধারী পরিবার এ সুবিধা পাবে। এই প্যাকেজে ২৫০ টাকা কমে সব পণ্য কেনা যাবে। দেশের মানুষ যাতে অনাহারে না থাকে সেজন্য সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে বলে রংপুরে জানান বাণিজ্যমন্ত্রী।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষ। সেই কষ্ট লাঘবে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকা কেবল ন্যায্য দামে পণ্য কিনতে। মাসে দু বার যেন টিসিবির পণ্য দেওয়া হয় সেই দাবী জানান অনেকেই।
কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
সমাজে নিম্নবিত্তদের অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত। তাদের কার্ডের আওতাভুক্ত করার দাবি এখন জোরালো।
এক কোটি দরিদ্র মানুষকে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে সরকার উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, ভবিষ্যতে বরাদ্দ আরও বাড়ানো হবে।
এদিকে, রংপুর নগরীর কেরানীপাড়ায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, দেশের কোন মানুষ যেন অনাহারে না থাকে সেজন্য টিসিবি ও ওএমএসের মাধ্যমে সরকার ১ কোটি পরিবারকে সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে।
সরকারের বিরুদ্ধে মিথ্যা সমালোচনার দিকে কর্নপাত না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী