রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক সঙ্গবদ্ধ দালালদের দখলে
- আপডেট সময় : ০২:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক সঙ্গবদ্ধ দালালদের দখলে। এখানে যেকোনো সেবা নিতে এসে নির্ধারিত ফি’র অতিরিক্ত কয়েকগুণ অর্থ গুনতে হয় সেবা প্রত্যাশিদের। দালালির কাজে সহযোগিতা করেন এ অফিসের অধিকাংশ ব্যক্তি। এতে সেবা নিতে আসা ব্যক্তিরা শিকার হন এক অসহায় পরিস্থিতির। এই অনিয়ম আর সীমাহীন দুর্নীতি দেখার যেন কেউ নেই। এই অভিযোগ একাধিক ভুক্তভোগীর।
রাজধানীতে একটি বাড়ি নির্মাণ করতে চাইলে প্রথমে আসতে হবে রাজউকে। আর আসার আগে খুঁজতে হবে দালাল। কারণ এখানে দালাল ছাড়া কোনো কাজই হয় না। ভুক্তভোগীদের এমন অভিযোগে এসএটিভির অনুসন্ধানী টিম যায় রাজউকে। অনুসন্ধানে দেখা যায় রাজউকের কয়েকশো গজের মধ্যে রয়েছে দালালচক্রের আনাগোনা ।
নিয়মবহির্ভূত প্লান পাস ভূমির সমস্যা…. কোন সমস্যাই যেন তাদের কাছে সমস্যা নয়। টাকা দিলে সব সমস্যার সমাধান দিতে পারে তারা। অনুসন্ধানে দেখা গেছে অফিসের কর্মকর্তাদের বাহিরে দালাল রয়েছে কয়েকজন করে, তাদের কাজ খদ্দের ধরা। তবে তাদের কাছে টাকা দিয়ে সবসময় সর্বস্ব হাড়িয়েছে অনেকেই।
এই চক্রগুলো এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে, অভিযোগ করলে প্লট কিংবা আপনার সবকিছুই হাতছাড়া হয়ে যেতে পারে আর এই ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না ভূক্তভোগিরা।
টাকায় যেহেতু সবকিছুই হয়, সে ক্ষেত্রে রাজধানীতে প্লান বহির্ভূত ভবন নির্মাণ হচ্ছে অহরহ। অনুসন্ধানে দেখা গেছে মিরপুরের এই বাড়িটি নির্মাণের মানা হয়নি রাজউকের নির্দেশনা। যতটুকু জায়গা ছাড়ার কথা তাও দখল করে নির্মাণ হয়েছে ভবন। কারণ এটি দেখভালের দায়িত্বে আছেন যিনি তিনিও মোটা অংকের টাকার বিনিময়ে..দেখেও না দেখার ভান করেছে।ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন আর সৌন্দর্য হারাচ্ছে রাজধানী ঢাকা। তবে এ নিয়ে নগরবিদরা বলছেন রাজউককে ঢেলে সাজাতে হবে বৃহত্তর স্বার্থে এই অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন নগরবিদরা।