রাজধানী ঢাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে
- আপডেট সময় : ০৯:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। একদিনে প্রায় সাড়ে ১২শ’ আক্রান্ত রোগী ভর্তি হয়েছে মহাখালী কলেরা হাসপাতালে। অসময়ে হঠাৎ এমন অবস্থায় রোগিদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। তারা জানান, রোগীদের ৪০ শতাংশের অবস্থাই গুরুতর।
হঠাৎ করেই প্রচন্ড গরমে রাজধানীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ।হাসপাতালের বেডে জায়গা না হওয়ায় তাঁবুতে চিকিৎসা দেয়া হচ্ছে ।
পানিবাহিত এই রোগে আক্রান্তদের বেশির ভাগই রাজধানীর যাত্রাবাড়ি,জুরাইন,বাসাবো,মোহাম্মদপুর,নাখালপাড়া,দক্ষিন খান,মিরপুর,কামরাঙ্গীচর এলাকার। তারা জানান, দুর্গন্ধযুক্ত পানির কারনেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিচ্ছে। তাই দ্রুতই বিশুদ্ধপানি সরবরাহের তাগিদ দেন তারা।
চিকিৎসকরা জানান, অনিরাপদ পানি, আর বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে ডায়রিয়া সংক্রমণ । আক্রান্তদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি।বড়দের বেশিরভাগ ভিব্রিও কলেরি ভাইরাসে আক্রান্ত আর ইকুলিয়া ও রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বেশির ভাগ শিশু।
ডায়রিয়া প্রতিকারে বিশুদ্ধ পানি পান করা,অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাসহ পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।
ডায়রিয়ার মিছিল কমাতে বিশুদ্ধ পানি ব্যবহারের বিকল্প নেই বলে পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।