রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িকতার বিস্তার বিএনপির হাত ধরেই :কাদের
- আপডেট সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার বিএনপির হাত ধরেই হয়েছে। ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যা, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। আর সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি তাদের যাবতীয় অপকর্মের দায় উগ্রবাদীদের ঘাড়ে চাপিয়ে মিথ্যার উপর ভর করে অপরাজনীতি করছে। সারাদেশে সিরিজ বোমা হামলা দিবসের আলোচনায় এ অভিযোগ করেন তাঁরা।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার ১৫তম বার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
আলোচনায় ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়াউর রহমানের দেশ বিরোধী ষড়যন্ত্রের ধারাবাহিকতা ধরে রেখেছে বিএনপি। এ দল সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেশকে পিছিয়ে দিতে চায়।
সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী অভিযোগ করেন, ৭১ এর পরাজিত শক্তি ১৫ আগস্ট ও এর পরেও অনেক ষড়যন্ত্র করেছে। আর তাই সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার কোন বিচার করেনি বিএনপি ।
আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত এখনো ষড়যন্ত্র করছে। এটা কোন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না।
বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার বিকেলে আলোচনার আয়োজন করে ছাত্রলীগ।নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক ও দেশীয় শত ষড়যন্ত্র ও অপপ্রচার রোধ করে আজ উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি বাংলাদেশ ।