রাজনীতি-অর্থনীতির পাশাপাশি ভৌগোলিক চ্যালেঞ্জের মুখো বাংলাদেশ : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ১৬৯০ বার পড়া হয়েছে
রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি বাংলাদেশ গভীরভাবে ভৌগলিক অস্তিত্বের চ্যালেঞ্জের মুখে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেছেন, পানি ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে চরমভাবে বঞ্চিত করে রেখেছে ভারত। নতজানু সরকার প্রতিবেশী এই দেশের বিরুদ্ধে কিছু বলতে নারাজ বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ্ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষকদলের আলোচনায় তিনি এ কথা বলেন। ভারতের নতুন সরকারের প্রতি বিএনপি মহাসচিব আহ্বান জানান, দেশে মানুষের গণতন্ত্রের অধিকারের পক্ষে থাকার। ফখরুল দাবি করেন, বর্তমানের আওয়ামী লীগ বেনজির আজিজের দলে পরিণত হয়েছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হলে সরকারের পতনের কোন বিকল্প নেই বলে জানান বিএনপি মহাসচিব।