রাজনীতি থেকে সৌজন্যতা ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছেঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশের রাজনীতিতে সৌজন্যতা ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক মরহুম শাহজাহান স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দেশের করোনা পরিস্থিতিতে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতিও আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক সদ্য প্রয়াত শাহজাহান স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বাসভবন থেকে অনলাইনে যুক্ত হন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানায় আরো কড়াকড়ি আরোপের আহবান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সারাদেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় দেশের রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সৌজন্যতাবোধ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।এর আগে বাদ জুমা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রয়াত এইচ টি ইমাম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।