রাজনৈতিক ঐকমত্য ছাড়া দেশে আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
রাজনৈতিক ঐকমত্য ছাড়া দেশে আর কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অর্থবহ নির্বাচন চাইলে সকল দলের সাথে কথা বলে সংকট নিরসনে গ্রহনযোগ্য সমাধান করতে হবে। বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব। জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধনেরও দাবি জানান মির্জা ফখরুল।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নির্বাচন খেলা আর জনগণ মানবে না। ভাওতাবাজির নির্বাচন কমিশন গঠনও জনগণ চায় না।
আওয়ামী লীগ সরকারের অধীনে কোনভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, এমন নির্বাচনে বিএনপি অংশ নেবে না।
সুষ্ঠু নির্বাচন হলে এই সরকারের জুলুম-নির্যাতন থেকে বাঁচতেই মানুষ বিএনপিকে ভোট দেবে বলেও মন্তব্য করেন তিনি।