জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার শুনানি আগামী রোববার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলটির সভা, সমাবেশ, মিছিলসহ সকল রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি আগামী রোববার দিয়েছে আপিল বিভাগ। একারণে দলটির নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তির শুনানিও বাতিল হলো।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য ৬ নম্বর ক্রমিকে রাখা হয়েছিলো আবেদনটি। এর আগে জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ।
এ ছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগের আবেদনের শুনানিও আজ হওয়ার কথা ছিলো।