রাজনৈতিক দল পক্ষে-বিপক্ষে থাকলেও, ইসির একক সিদ্ধান্তেই ইভিএম ব্যবহার : রাশিদা সুলতানা
- আপডেট সময় : ০৮:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পাল্টে দেয়ার অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে ৩শ’ আসনেই আগামী নির্বাচনে ইভিএমে ভোট করবে ইসি। আরেক নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা বলেছেন, রাজনৈতিক দলগুলো পক্ষে-বিপক্ষে থাকলেও ইসির একক সিদ্ধান্তেই ইভিএম ব্যবহার করা হবে। তিনি জানান, জেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করে নির্বাচন কমিশন । সেখানে তারা উল্লেখ করেছে, জুলাই মাসে সংলাপে ২৯টি দল ইভিএম নিয়ে মতামত দিয়েছে, এর মধ্যে ১৭টি দলই ইভিএমের পক্ষে ছিল। সরাসরি ইভিএমের বিপক্ষে ছিল ১২টি দল।
সংলাপে দেওয়া রাজনৈতিক দলগুলোর লিখিত প্রস্তাব পাল্টানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তা সঠিক নয় বলে দাবি করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
তিনি বলেন, পর্যাপ্ত বরাদ্দ পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনে ইভিএম ব্যবহার করতে চায় ইসি।
আরেক নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা বলেন, ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলো পক্ষে বিপক্ষে থাকলেও ইসির একক সিদ্ধান্তে ইভিএম ব্যবহার করা হবে।
জেলা পরিষদ নির্বাচনে ‘পক্ষপাতমূলক আচরণের’ অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতির কথা জানান তিনি।
স্থানীয় সরকার নয়, যে কোনো নির্বাচনে অনিয়ম নজরে আসলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন বলেও জানান রাশিদা সুলতানা।