রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, সংবিধান ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ইনু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার মধ্যদিয়ে রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, সংবিধান ও দেশের বিরুদ্ধে প্রকাশ্যেই অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল শেষে ৫ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্যস্থলে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। এসময় হাসানুল হক ইনু আরো বলেন, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই অভিযোগে গ্রেফতার করে প্রত্যেককে সাজা দেয়া বাঞ্ছনীয়। এদেরকে ছাড় দেয়া হবে না। পরে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ও স্থানীয় জাসদ নেতাকর্মীদের সাথে নিয়ে হাসানুল হক ইনু ভাংচুরকৃত ভাষ্কর্য পরিদর্শন করেন।