রাজনৈতিক সংকট থেকে মুক্ত হতে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের গুলশান কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে ভয়াবহ রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট চলছে। এ থেকে মুক্ত হতে হলে বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির গুলশান কার্যালয়ে এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময় তিনি বলেন, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ করে বর্তমান সরকারকে পরাজিত করবে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপির লাখ লাখ নেতার নামে মিথ্যা মামলা দিয়েছে ।
এ সময় বেগম খালেদা জিয়া মুক্ত হলে দেশের মানুষ মুক্তি পাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।