রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের মৃত্যু উদ্বেগজনক : গোয়েন লুইস
- আপডেট সময় : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৭০৯ বার পড়া হয়েছে
রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের মৃত্যু উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মতপার্থক্য নিরসনে আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই জাতিসংঘের প্রত্যাশা।
জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে লুইস আরও বলেন, বাংলাদেশের অনুরোধ ছাড়া নির্বাচনের মতো বিষয়ে জাতিসংঘের সহায়তার সুযোগ নেই।
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, চলতি বছরের ৯ মাসে সারাদেশে রাজনৈতিক সহিংসতায় ঘটেছে ৩৮৭টি, যেখানে মারা গেছেন ৫৮ জন। এর মাঝে রাজনৈতিক দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত হন ৪৮ জন।
এমন বাস্তবতায় রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের মৃত্যুকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ–ডিক্যাব আয়োজিত মতবিনিময়ে গোয়েন লুইস আরো বলেন, কারো অনুরোধ বা সিদ্ধান্ত ছাড়া কোনো দেশের অভ্যন্তরীন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা রাখার সুযোগ নেই।
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের উপর জাতিসংঘের চাপ অব্যাহত রয়েছে বলেও দাবী করেন গোয়েন লুইস।