রাজনৈতিক হাতিয়ার না হতে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক অভিলাষ চরিতার্থের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হতে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। বিএনপি স্বাধীনতা দিবসে হামলা এবং হরতালকে পরোক্ষভাবে, আর জামাত সরাসরি সমর্থন দিয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, এই নৈরাজ্যের পেছনে বিএনপি-জামাত যে ওতোপ্রোতভাবে জড়িত– তা সংবাদ সম্মেলনের মাধ্যমে খোলসা করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।