রাজপথে না নামলে গণতন্ত্রের মুক্তি মিলবে না: গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
প্রশাসনে রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে না নামলে গণতন্ত্রের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে টাঙ্গাইলের গোপালপুর পৌর মহিলা দলের সভানেত্রী হাবিজা বেগমের ওপর হামলা ও সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এছাড়া অন্যকোনো পথ খোলা নেই বলেও জানান গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি বলেন, সারা বছর এর বিরুদ্ধে প্রতিবাদ করলেও নারী নির্যাতন ও ধর্ষণ ও হত্যার ঘটনা কমবে না, বরং বাড়বে। সে কারণেই শুধু প্রতিবাদ আর মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের মুক্তির পথ খোলা নেই। গণতন্ত্রকে মুক্ত ও দেশের স্বাধীনতা রক্ষা করায় দায়িত্ববোধ থেকে প্রশাসনের কঠোরতাকে উপেক্ষা করে দলীয় নেতাকর্মীকে রাজপথে নামার আহবান জানান তিনি।