রাজবাড়ীতে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে চাঞ্চল্যকর আরিফুল ইসলাম রকি হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি বিদেশি পিস্তল, পাঁচটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামান জানান, গেল শনিবার সন্ধ্যায় রাজবাড়ী সদরের খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রকির বাবা রাজ্জাক শেখ ১৬ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।
রংপুরের গঙ্গাচড়া চর বাগডোহরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিশু মোনালিসাসহ তিন খুনের ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে সিআইডি।