রাজশাহীতে আগুনে পুড়ে গেছে মোবাইল ফোনের শোরুম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রাজশাহী নগরীর রাণীবাজারে আগুনে পুড়ে গেছে মোবাইল ফোনের শোরুম।
হ্যালো রাজশাহী-২ নামে ওই শোরুমের মালিক অঞ্জন কুমার রায় জানান, সকালে এক কর্মী শোরুম খুলে বিদ্যুতের মেইন সূইচ অন করা মাত্রই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় আগুনে ফয়সালের মুখমণ্ডলও দগ্ধ হয়। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে শোরুমে থাকা সব মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাব পুড়ে যায়। এসময় নিউমার্কেট-সাহেব বাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে দগ্ধ ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।