রাজশাহীতে ইজিবাইকের নৈরাজ্য ঠেকাতে নগর বাস নামাতে চায় সিটি কর্পোরেশন

- আপডেট সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
রাজশাহী নগরীতে ইজিবাইকের নৈরাজ্য ঠেকাতে সিটি সার্ভিসের জন্য বাস নামাতে চায় সিটি কর্পোরেশন। ভাড়া বাড়ানোর দাবিতে কোনো আলোচনা ছাড়াই অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ায় বিকল্প পথে হাঁটার কথা ভাবছে তারা। তবে বিশ্লেষকরা বলছেন, ইজিবাইকের সংখ্যা ও চলাচলের রুট কমিয়ে বাস চালু হলে স্বস্তি ফিরতে পারে যাত্রীদের মাঝে।
ভাড়া বাড়ার দাবিতে রাজশাহীতে টানা দুদিনের ইজিবাইক ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। কিন্তু দাবি পূরণ এখনো অনড়
আন্দোলনকারীরা।
এদিকে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই হুট করে ধর্মঘটে যাওয়ায় ওপর চটেছে ইজিবাইক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। অটোরিকশা ম্যানেজমেন্ট সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি জানিয়েছেন, এ ধরনের নৈরাজ্য ঠেকাতে শিগগিরই বাস নামানোর কথা ভাবা হচ্ছে।
তবে নাগরিক সংগঠনগুলো বলছে, পরিবহনখাতে এককভাবে কোনো পক্ষকেই আধিপত্য বিস্তারের সুযোগ দেয়া যাবে না। এজন্য সমন্বিত ব্যবস্থা রাখার পরামর্শ তাদের।
রাজশাহী সিটি কর্পোরেশনের নিবন্ধিত ইজিবাইকের সংখ্যা আট হাজার। তবে সবমিলিয়ে চলাচল করে প্রায় ১৫হাজার।