রাজশাহীতে কিছুতেই কমছে না দাবদাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১৬১১ বার পড়া হয়েছে
রাজশাহীতে কিছুতেই কমছে না দাবদাহ। টানা প্রায় ২০দিন ধরে চলছে এ পরিস্থিতি। তীব্র রোদ আর গরমে অতিষ্ঠ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে।
রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মওসুমে এটিই রাজশাহীর সর্বোচ্চ
তাপমাত্র।এমন পরিস্থিতিতে শ্রমজীবীদের মানুষের সহায়তায় রাজশাহীতে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন
বিতরণ করে যুবলীগ।নগরীর লক্ষ্মীপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩
আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।অপরদিকে নগরীর বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছেন মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।