রাজশাহীতে জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৩:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজশাহীতে জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাটকল শ্রমিকরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় কাটাখালীতে জুটমিলের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে পাটকল শ্রমিকরা। এরপর তারা জুট মিলের প্রধান ফটকে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ভুখা মিছিল বের হয় সকাল ১০টায়। পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবিতে ভুখা মিছিল করেছে খুলনা-যশোর অঞ্চলের ৭টি রাষ্ট্রায়াত্ব পাটকল শ্রমিক-কর্মচারীরা।
এদিকে, নরসিংদীতে মজুরি কমিশনসহ ৯ দফা দাবিতে ভূখা মিছিল করেছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। সকালে হাতে থালা-বাটি ও ব্যানার, ফেস্টুন নিয়ে ইউএমসি জুটমিলের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকরা।