রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট
- আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পেট্রোল-অকটেন মিলছে না বেশিরভাগ পাম্পেই। একই সংকট নীলফামারী ও গাইবান্ধায়। জ্বালানি তেল কিনতে গিয়ে হয়রানির শিকারও হচ্ছেন অনেকেই। তবে, পেট্রোলিয়াম করপোরেশন দাবি করছে, তেলের কোনো সংকট নেই।
চাহিদার তুলনায় তেল সরবরাহ কম হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি করছেন পাম্প মালিকরা। এজন্য প্রতিজনের কাছে মাত্র ২ লিটার করে তেল বিক্রি করছে অনেক পাম্প কর্তৃপক্ষ। এতে হয়রানির শিকারও হচ্ছেন ক্রেতারা।
নীলফামারীরতেও সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলের। বেশিরভাগ পাম্পেই নেই পেট্রোল-অকটেন। জেলার ছয় উপজেলার ৩৬টি ফুয়েল ষ্টেশনে গত ৩ দিন ধরে পেট্রোল পাওয়া যাচ্ছেনা। এতে বিপাকে পড়েছে জেলার যানবাহন মালিকরা।
কোনো ঘোষণা ছাড়াই গত তিনদিন ধরে গাইবান্ধায় কোনো পাম্পে ও খুচরা দোকানেও পেট্রোল মিলছে না। ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এ সংকটের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়। দুর্ভোগে পড়েছেন পেট্রোলে নির্ভরশীল বিভিন্ন যানবাহন চালকরা।