রাজশাহীতে দুই চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা

- আপডেট সময় : ০১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৭৮১ বার পড়া হয়েছে
রাজশাহীতে দুই চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
অন্যজন গ্রাম্য চিকিৎসক। গত রাতে পৃথক দুটি খুনের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নাম ডা. গোলাম কাজেম আলী আহমদ চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। আর গ্রাম্য চিকিৎসক নাম এরশাদ আলী দুলাল । পুলিশ জানায়, চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন ডা. কাজেম আলী।তার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা নেমে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।এদিকে নিহত এরশাদ আলী দুলাল হোমিও চিকিৎসা দিতেন। গত বিকালে তাকে নিজ চিকিৎসালয় থেকে অপহরণ করা হয়। পরে রাত ৯টার দিকে নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভোলায় এক অটো চালকে কুপিয়ে তার অটো রিক্সা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতরাতে ভোলা-লক্ষীপুর সড়কের ব্যারিষ্টার কাচারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা তার অটোরিক্সা থামিয়ে তাকে কুপিয়ে আহত করে অটো নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার ডাকচিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গেলরাতে বিশ্বনাথপুর গ্রামের একটি বাঁশ বাগানের গর্তের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।