রাজশাহীতে দুই শতাধিক ফার্মেসির কোনো হদিস নেই
- আপডেট সময় : ০৫:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে দুই শতাধিক ফার্মেসির কোনো হদিস মিলছে না। ডাকযোগে রেজিস্ট্রি চিঠিও পাঠিয়েছিল ঔষধ প্রশাসন অধিদপ্তর। কিন্তু ফেরত এসেছে চিঠিগুলো। ফলে এসব ফার্মেসির লাইন্সেস বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে। এখনো এক হাজারেরও বেশি ফার্মেসি চলছে হালনাগাদ ড্রাগ লাইসেন্স ছাড়াই। লাইসেন্স নবায়ন করতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ।
রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়, ক্লিনিকপাড়া নামেই খ্যাত। এ এলাকাজুড়ে রয়েছে কয়েকশ ওষুধের দোকান। ঔষধ প্রশাসনের হিসেবে, রাজশাহীতে মেডিসিন শপ বা ফার্মেসির সংখ্যা তিন হাজারেরও বেশি। এর মধ্যে দুই হাজারের কিছু বেশি ফার্মেসি ড্রাগ লাইসেন্স নবায়ন করেছে। কিন্তু বাকিগুলোর হালনাগাদ লাইসেন্স নেই। এছাড়া নবায়ন না করলে লাইসেন্স বাতিলের চিঠি পাঠিয়েও অন্তত দুইশ’ফার্মেসির কোনো ঠিকানাই পাওয়া যায় নি।লাইসেন্সবিহীন ফার্মেসি ও বিভিন্ন মেডিসিন শপে অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত। প্রায় প্রতিদিনই নগরী ও জেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর।তবে নিজেদের নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতারা।
ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, প্রচলিত বিধি না মানায় স্থায়ীভাবে ড্রাগ লাইসেন্স বাতিল করা হয়েছে ৪০টি ফার্মেসি। আর সাময়িক বাতিলের সংখ্যা ২৭টি। এছাড়া লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে ১৯টি ফার্মেসির।