রাজশাহীতে নৌকার জয়ে বাধা আ’লীগের স্বতন্ত্র প্রার্থীরাই
- আপডেট সময় : ০৫:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
নৌকার জয়ের পথে বাধা এখন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই। দলের মনোননীত প্রার্থীর বিরুদ্ধে রাজশাহীর সবক’টি আসনেই সরব তারা। এর বাইরে মনোনয়ন হারালেও নৌকার বিরুদ্ধে লড়তে প্রার্থী হয়েছেন বর্তমান এমপিরাও। এমন পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণমূলক নাকি সংঘাতময় হয়ে ওঠে কি না- তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
দলীয় মনোনয়ন না পেলেও ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রাজশাহী-৩ আসনে দুইবারের এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন। এ আসনে এবার আওয়ামী লীগের নতুন মুখ আসাদুজ্জামান আসাদ। তার বিরোধী প্রার্থী সাবেক এমপি আয়েন।
রাজশাহীর সবক’টি আসনেই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বাধার মুখে পড়তে যাচ্ছে নৌকা। যদিও তারা বলছেন, দলীয় কৌশলের অংশ হিসেবে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই তাদের প্রার্থিতা।
নৌকার প্রার্থীরা এমন পরিস্থিতিতেও বিচলিত নন।
এদিকে দ্বিধা বিভক্ত আওয়ামী লীগ নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন জাতীয় পার্টির প্রার্থীরা।
তবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই- শেষ পযন্ত এমন পরিস্থিতিই থাকলে নির্বাচনী সহিংসতা ও সংঘাত বাড়বে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
রাজশাহীর ৬টি আসনে প্রাথমিক যাচাইবাছাইয়ে ৩৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।