রাজশাহীতে বাবাকে গলা কেটে হত্যা করেছে ছেলে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় রাজশাহীতে বাবাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। দামকুড়া থানার আসগ্রাম পাটনিপাড়ায় এ ঘটনা ঘটে।
সকালে বাড়ির সেপটিক ট্যাংক থেকে সাজ্জাদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত বড় ছেলে স্বপনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ বলে প্রচার করা হয়। এক ছেলে আব্দুল হাদী এ ব্যাপারে থানায় জিডিও করেন। এর সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে স্বপনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে স্বপন তার বাবাকে হত্যার কথা স্বীকার করে। এক বছর আগে তার মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছিলেন তার বাবা। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয় পরিবারে। কিন্তু বিয়ের সিদ্ধান্তে অনড় ছিলেন বৃদ্ধ। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যেতে পারে- এই ভাবনা থেকেই বাবাকে হত্যা করে বলে জানায় স্বপন। এ বিষয়ে মামলা হয়েছে।