রাজশাহীতে বার বার নির্যাতিত হলেও কোনো বিচার পান না সাংবাদিকরা
- আপডেট সময় : ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৭২৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে বার বার নির্যাতিত হলেও কোনো বিচার পান না সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনে প্রভাবশালী মহলের দমন-পীড়নের শিকার হচ্ছেন তারা। গত ১০ বছরে অন্তত অর্ধশত সাংবাদিক- হামলা, মামলা ও নির্যাতনের কবলে পড়েছেন। বিশ্লেষকরা বলছেন, নিজেদের অপকর্ম ও দুর্নীতি প্রকাশ হওয়ার আতঙ্কেই সাংবাদিকদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়।
২০১৪ সালের এপ্রিলে পেশাগত কাজে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে অন্তত ১২ জন সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করা হয়। ওই সময় ইন্টার্ন চিকিৎসকদের হাতে হামলার শিকার সাংবাদিকরা পালিয়ে প্রাণরক্ষা করেন। গুরুতর আহত দুই সাংবাদিককে দেশে-বিদেশে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়।
রাজশাহী নগরী, বিভিন্ন উপজেলা প্রশাসন- এমনকি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও সাংবাদিকরা হামলা ও নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। সবশেষ গত সোমবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ’র প্রধান কার্যালয়ে গেলে স্বয়ং নির্বাহী পরিচালক আব্দুর রশিদ হামলে পড়েন দুই সাংবাদিকের ওপর। তাদের পেটাতে পেটাতে বের করা হয় ভবন থেকে। এঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের ধারাবাহিক আন্দোলন চলছে।
সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোর বেশির ভাগেরই মামলা হয়েছে। কিন্তু বিচারের জন্য কাউকে আদালত পর্যন্তও হাজির করা যায়নি।
একশ্রেণীর দুর্নীতিপরায়ণ সরকারী কর্মকর্তা নিজেদের অনৈতিক কর্মকাণ্ড প্রকাশের আশঙ্কায় গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা চালান বলে জানান বিশেষজ্ঞরা।
তবে সাংবাদিক নেতারা বলছেন, পেশীশক্তির কাছে বার বার সাংবাদিকতার মর্যাদা ভূলুণ্ঠিত হতে দেয়া হবে না।